জে.জাহেদ, সিনিয়র রিপোর্টার :

৯৩টি কেন্দ্রের ফলাফলে মোছলেম উদ্দিন এগিয়ে চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে এ পর্যন্ত পাওয়া ফলাফলে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭০টি কেন্দ্রের মধ্যে ৯৩টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে।

প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ পেয়েছেন ৩২ হাজার ৫২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী মো. আবু সুফিয়ান পেয়েছেন ১০ হাজার ২৫৭ ভোট।

সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান নগরের জিমনেশিয়াম মাঠের অস্থায়ী কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।

মোছলেম উদ্দিন আহমদ ও মো. আবু সুফিয়ান ছাড়াও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন, ন্যাপের বাপন দাশগুপ্ত ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।