সিবিএন ডেস্ক:
বাগদাদ আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে একাধিক বিমান হামলায় ইরানের এলিট ফোর্স কুদস বাহিনীর প্রধান কাসেম সোলায়মানি নিহত হয়েছেন। তার সঙ্গে নিহত হয়েছেন আরও ছয় জন। যাদের মধ্যে রয়েছেন ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহুদি আল-মুহান্দিসও।ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন এমন খবর দিয়েছে।

ইরাকে হিজবুল্লাহর অংশ সামরিক দল ‘হাশিদ আল শাবি’র মুখপাত্র আহমেদ আল আসাদি দাবি করেছেন, এই হামলার পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাত রয়েছে।

ইরাকের সিকিউরিটি মিডিয়া সেল বৃহস্পতিবার গভীর রাতে ঘোষণা করে যে, তিনটি কাতুশা রকেট বাগদাদ বিমানবন্দরকে টার্গেট করেছে।

মিলিশিয়া বাহিনীর সূত্র দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মিলিশিয়া সদস্যরা তাদের গুরুত্বপূর্ণ মেহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাচ্ছিলেন। সেসময় তাদের দুটি গাড়িতেই বিমান হামলা চালানো হয়।

মিলিশিয়া বাহিনীর দুটি সূত্র জানিয়েছে, বিমান হামলায় দুজন মেহমান নিহত হয়েছেন। তবে তারা তাদের পরিচয় জানাতে অস্বীকার করেছেন।

এর আগে একাধিকবার ইরানের অত্যন্ত ক্ষমতাধর কমান্ডার ও কুদস বাহিনীর প্রধান কাসেম সোলায়মানির মৃত্যুর সংবাদ প্রচারিত হয়েছে। তবে সব বারই এটি অস্বীকার করেছে ইরান। তবে বৃহস্পতিবার রাতের হামলার বিষয়ে এখনো ইরান কোনো বিবৃতি প্রকাশ করেনি।