ইমাম খাইর, সিবিএন:
পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে আমরা খুবই সতর্ক। কোন রোহিঙ্গা যাতে পাসপোর্ট পেয়ে না যায়, সে বিষয়ে কড়া নির্দেশনা রয়েছে।
গত ১ বছরে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) ভেরিফিকেশনের জন্য মোট ৩১,১০৩টি আবেদনের ফাইল জমা পড়ে। সেখান থেকে তদন্ত প্রতিবেদনে বিপক্ষে রিপোর্ট দেয়া হয় ৯২৪টির। যার মধ্যে সিংহভাগই রোহিঙ্গা।
জেলা পুলিশের বিশেষ শাখার ওসি -ডিআইও (ওয়ান) মো. আলী আর্শাদ ১ জানুয়ারী সকালে কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন)কে তথ্যগুলো জানিয়েছেন।
তিনি বলেন, পাসপোর্টের তদন্ত প্রক্রিয়ায় যদি কোন কর্মকর্তার দুর্বলতা বা গফিলতি প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদন পেশ করা হবে মর্মে সতর্ক করা হয়েছে।
মো. আলী আর্শাদ বলেন, তথ্য জালিয়াতি করে আবেদন প্রমাণিত হওয়ায় দুই রোহিঙ্গা ও তাদের সহযোগিতাকারীদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। কোনভাবেই রোহিঙ্গারা পার পাবে না।
কক্সবাজার একটি রোহিঙ্গা প্রবণ এলাকা। স্থানীয় কিছু অসাধু ব্যক্তি রোহিঙ্গাদের পাসপোর্ট পেতে নানাভাবে সহায়তার চেষ্টা করছে।
এ বিষয়ে জনপ্রতিনিধি ও স্থানীয়দের আরো সচেতন হতে হবে বলে জানান জেলা পুলিশের বিশেষ শাখার এই কর্মকর্তা।