সংবাদদাতা:

মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নে হত-দরিদ্র , প্রতিবন্ধী , বিধবা ও তালিকাভুক্ত অসহায় শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে । ২৮ ডিসেম্বর শনিবার দুপুরে কালারমারছড়ায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ এ কম্বল গুলো বিতরণ করেন । কালারমারছড়া ইউনিয়নের প্রায় ১৫০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে জানান জানান ইউপি চেয়ারম্যান তারেক শরীফ । এদিকে এই কনকনে শীতের মধ্যে শীত নিবারনের জন্য কম্বল গুলো পেয়ে অত্যান্ত আনন্দিত হয়েছেন শীতার্ত এই নারী-পুরুষরা । ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে গরীব , অসহায় , প্রতিবন্ধী , বিধবা লোকজনের মধ্যে প্রতিনিয়ত সার্বিক সহযোগিতা করে যাচ্ছে তারেক চেয়ারম্যান । তিনি দুর্ভোগের কথা শুনলেই ছোটে যান সাহায্যের হাত বাড়াতে । ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড়ে ওয়ার্ড়ে গিয়ে অসহায় মানুষের সেবা দিয়ে আসছেন ইউপি চেয়ারম্যান তারেক , এতে তিনি সকল স্তরের মানুষের কাছে প্রশংসা অর্জন করেছেন । তারেক শরীফ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ইউনিয়নে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলে জানান সাধারন জনগন । কালারমারছড়া ইউনিয়নে চলমান উন্নয়ন অব্যাহত রাখতে ইউনিয়নবাসির সহযোগিতা কামনা করে চেয়ারম্যান তারেক শরীফ বলেন , মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার । তিনি সারা বাংলাদেশে যেভাবে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছেন , একই ভাবে সেই উন্নয়নে ভরপুর হচ্ছে আমাদের কালারমারছড়া তথা পুরো মহেশখালী । তাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থা ও বিশ্বাস রাখতে সবার কাছে আহবান জানান চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ ।