মোহাম্মদ হোসেন,হাটহাজারী :

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র প্রায় চার একর জায়গা দখলমুক্ত করা হয়েছে। এ সব যার বাজারমূল্য প্রায় ৮ থেকে ১০কোটি টাকা। উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া হালদা প্যারালাল খাল সংলগ্ন এলাকায় জায়গাটিতে ভুমি দস্যুদের অবৈধ ভাবে দখল নিয়ে সেখানে বসতি স্থাপনা নির্মাণ করেন। গত সোমবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্রাট খীসা। মোঠো ফোনে কথা হলে পাউবো’র নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা আমাদের নতুন সময়কে বলেন,হালদা প্যারালাল খাল এ অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করা হয়েছে। এতে প্রায় সরকারের ৮ থেকে ১০ কোটি টাকার সম্পদ উদ্ধার করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্রাট খীসা এ প্রতিবেদককে বলেন, জেলা প্রশাসন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সারা দেশে এক যোগে এই অভিযান শুরু হয়েছে। একই সাথে হাটহাজারীতে অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করে সরকারী চার একর জায়গা গুলো উদ্ধার করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।