জে.জাহেদ,  চট্টগ্রাম:

চট্টগ্রামে পুলিশের বিশেষায়িত কাউন্টার টেরোরিজম পুলিশের অভিযানে একটি পুরাতন পিকআপ থেকে ৬ হাজার পিস ইয়াবা জব্দ করেছে।

এ সময় রিশাদ মাহমুদ বাপ্পী (২০) নামে ১ জনকে গ্রেপ্তার করে পুরাতন পিকআপটি ও জব্দ করা হয়েছে।

গতকাল ২টা ৪৫ মিনিটের সময়
কোতোয়ালী থানার ফিরিঙ্গি বাজার ব্রীজঘাট রিক্সার গ্যারেজ এলাকায় অভিযান চালিয়ে পিকআপ থেকে ইয়াবাসহ
তাকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবার আনুমালিক মুল্য ১৮ লক্ষ টাকা বলে পুলিশ ধারনা করছে।

বাপ্পী পটুয়াখালী জেলার কলাপাড়া থানার হাজীপুরের কাউছার আহমেদের ছেলে। এ ঘটনায় মামলা হয়েছে।

কাউন্টার টেরোরিজম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোহাম্মদ মঈনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কক্সবাজার থেকে আসা একটি পুরাতন পিকআপের গতিবিধি সন্দেহজনক হলে পুলিশ চালককে থামার নির্দেশ দেয়। এসময় পিকআপ থেকে বাপ্পীকে ৬ হাজার পিস ইয়াবাসহ পিকআপটি জব্দ করা হয়।

পরে আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় পিকআপের মালিক পলাতক জনৈক মিন্টুর যোগসাজেশে সে মাদক পাচারে জড়িত বলে স্বীকার করে।

কাউন্টার টেরোরিজম বিভাগের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সন্জয় গুহ জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।