জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি:
বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলায় পালিত হয়েছে ৪৯তম মহান বিজয় দিবস।

১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮ টায় নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় সংগীত, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কুচকাওয়াজে অংশ নেয় বাংলাদেশ পুলিশ,আনসার, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।

কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ।
তিনি বলেন, এই মাস বিজয়ের মাস দেশকে স্বাধীন করতে এদিনে চুড়ান্ত বিজয়ের মাধ্যমে একটি রাষ্ট্র উপহার দিয়েছে।
যারা এই দেশকে ভালোবেসে যুদ্ধ করেছে তাদেরকে জানায় লাখো সালাম।
শিশুদেরকে মুক্তি যুদ্ধের ইতিহাস সম্পর্কে চেতনা জাগিয়ে তুলার আহ্বান জানান অধ্যাপক মো. শফিউল্লাহ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন -উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া অফরিন কচি, থানা অফিসার ইনচার্জ ( ওসি) আনোয়ার হোসেন, জেলাপরিষদ সদস্য ক্যনুওয়ান চাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা মার্মা,ভাইস চেয়ারম্যন মহিলা শামীমা আক্তার, মুক্তিযোদ্ধা কমন্ডার রাজা মিয়া,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ইমরান, ওসি (তদন্ত) কানু চৌধুরী নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন নুরুল আবছার, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাঈনুদ্দিন খালেদ, সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল,দপ্তর ও প্রচার সম্পাদক জয়নাল আবেদীন টুক্কু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর সক্তারসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ।