আবুল কালাম, চট্টগ্রাম:
চট্টগ্রাম বাকলিয়া থানাধীন মধ্যম বাকলিয়ার হাটখোলা এলাকায় নিজ বাসা থেকে অভিযান চালিয়ে আট বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে স্কুলের এক দারোয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত কর্মচারির নাম নাম হলো খোরশেদ আলম রকি। সে নগরীর বাকলিয়ার হাটখোলা এলাকার স্থায়ী বাসিন্দা। এবং সে মধ্যম বাকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিওন কাম দারোয়ান।
মঙ্গলবার (১০ ডিসেম্ব) রাত ১০ টার দিকে তাকে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, ঘটনাটি দেড় মাস আগের। নির্যাতিতা শিশুটির বয়স ৮ বছর। পরিবারের সঙ্গে সে বাকলিয়াতেই বাস করে।
ওসি বলেন, গত ২২শে সেপ্টেম্বর সকাল পৌনে ৯টার দিকে শিশুটিকে স্কুলে একা পেয়ে রকি তাকে নির্জন শ্রেণিকক্ষে নিয়ে ধর্ষণ করে। বাসায় ফিরে ঘটনা সে মাকে জানায়। মা নিজেই মেয়েকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে চিকিৎসা করান।
কিন্তু আর্থিকভাবে স্বচ্ছল না হওয়ায় তারা ধর্ষকের বিরুদ্ধে মামলা করে কোনো ঝামেলায় জড়াতে চাননি। সে কারণেই তখন পুলিশকে তারা কিছু জানাননি।
এলাকার সোর্সের মাধ্যমে মঙ্গলবার ঘটনাটি জানতে পারে পুলিশ। এরপর হাসপাতালে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করা হয়। হাসপাতালের প্রতিবেদন পাওয়ার পরপরই রকিকে গ্রেপ্তার করা হয়।
শিশুটির মা বাদি হয়ে রকির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলেও জানিয়েছেন ওসি নেজাম উদ্দিন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।