হাবিবুর রহমান সোহেল :

রামুর কচ্ছপিয়া ইউনিয়নের বালুবাসা এলাকার হাজির পাড়াতে অভিযান চালিয়ে সরকারী বনবিভাগের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বনবিভাগ। ১০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে, রামু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট প্রনয় চাকমার নেতৃত্বে, বাকঁখালী রেন্জকর্মকর্তা আতাইলাহীর সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। এসময় গর্জনিয়া পুলিশের একদল সদস্য অভিযানে সহায়তা করেন বলে জানান, আইসি পরিদর্শক মোঃ আনিছুর রহমান। কচ্ছপিয়া বনবিট কর্মকর্তা মিজানুর রহমান জানান, লালু বেগম নামক এক ভূমিদূস্যু চক্র সরকারী বনবিভাগের ০.৫০ একর জমি জবর দখল করে রেখেছিল। যা প্রশাসনের নজরে আসলে তারা ওই সব জায়গা উদ্ধার করে।