আলাউদ্দিন, লোহাগাড়া :
চট্টগ্রাম- কক্সবাজারে মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালাক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ) সকাল ৮ টা দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সোহাগ মিয়া জানান, সকালে শ্যামলী পরিবহনের যাত্রাবাহী একটি বাস চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে চুনতি জাঙ্গলিয়া এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক গুরুতর আহত আহত হন। স্থানীয়রা উদ্ধার করে ট্রাকক চালককে হাসপাতালে নিয়ে যায় । তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ওসি মো: ইয়াছিন আরফাত জানান, গুরুতর আহত ট্রাক চালাকের নাম মো: রায়হান।
তবে তার ঠিকানা পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত ট্রাক ও বাস এখন দোহাজারী হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।