আশু বড়ুয়া
..
তোমার আর্দশের জয়গান শুনি
রাত পেরিয়ে হলে ভোর,
হৃদয়ের মাঝে অাছো তুমি
হে পিতা শেখ মুজিবুর।
..
এইদেশ ছিলো পরাধীন
ছিলো শ্যাওলায় ভরপুর,
তোমারই চেতনায় পেয়েছি
স্বাধীনতা হয়েছি বিভোর।
..
তুমি ছিলে স্বার্থের হাটে
কেবলই সৎ স্বার্থহীন,
তোমারই আত্মত্যাগে
জাতি, দেশ হয়েছে স্বাধীন।
..
তুমি কখনো করোনি মাথা নত
জেল, জুলুম নির্যাতনের কাছে,
অবরুদ্ধ ফুল করেছো মুক্ত
ফুটিয়েছ ফুল গাছে গাছে।
..
এই বাংলার পরতে পরতে
তুমি আছো হয়ে মিতালী,
তুমি থাকবেই অন্তরে, হয়ে
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি।