অনলাইন ডেস্ক:
ভারত শাসিত জম্মু-কাশ্মীর সীমান্তে টহল দেওয়ার সময় বিস্ফোরণে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছে দুজন।

নিয়ন্ত্রণ রেখার কাছে আখনুর সেক্টরে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।

সেনাবাহিনীর বরাত দিয়ে এই সময় জানায়, রবিবার ট্রাকে করে যাওয়ার পথে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিন সেনা আহত হন। পরে তাদেরকে উধমপুরের সেনা হাসপাতালে ভর্তি করা হলে এক জওয়ানের মৃত্যু হয়।

এই হামলার জন্য কাশ্মীরের স্বাধীনতাকামী যোদ্ধাদের সন্দেহ করছে ভারতীয় সেনাবাহিনী ও প্রশাসন।

এদিকে রাজৌরির নৌশেরা সেক্টরে পরস্পরের অবস্থানে গোলাবর্ষণ করেছে ভারত ও পাকিস্তান সেনাবাহিনী। এজন্য তারা পরস্পরকে দায়ী করেছে।

হিন্দুত্ববাদী বিজেপি সরকার কাশ্মীরের বিশেষ সাংবিধানিক ও রাজ্যের মর্যাদা কেড়ে নিলে অচলাবস্থা সৃষ্টি হয় সেখানে। সীমান্তে সংঘাত বাড়ে দুদেশের সেনাবাহিনীর মধ্যে। এতে প্রায়শই দুই দেশের সেনারা হতাহত হচ্ছেন।