আলাউদ্দিন, লোহাগাড়া :
লোহাগাড়ায় এক অপহরণ মামালার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ১৪ নভেম্বর ( বৃহস্পতিবার) ভোর রাতে বান্দরবান জেলার লামার উপজেলার কেয়াজু পাড়া এলাকা থেক তাকে আটক করা হয়।
গ্রেফতারককৃত আসামীর নামা মো: শাহেদ (১৯) । সে চুনতি নারিশ্চা এলাকার শাহ আলমের পুত্র।
চুনতি পুলিশ ফাঁড়ির এ এস আই ছিদ্দিকুর রহমান জানান, আটকৃত আসামী শাহেদ চুনতি নারিশ্চা এলাকা থেকে এক অষ্টম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর মা শাহীনা আকাতার বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি নিখোঁজ ডায়েরী দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বান্দরবান জেলার লামা থানার কেয়াজু পাড়া এলাকা থেকে আটক করে ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এ এস আই শফিউল জানান, আটককৃত বিরুদ্ধে মামালা রুজু করা হয়েছে। তাকে আজ ১৫ নভেম্বর ( শুক্রবার) সকালে আদলতে প্রেরণ করা হয়েছে।