শ্রীধর দত্ত :

শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে মহলায়ার দিন খাগড়াছড়ি উপজেলায় আলুটিলায় অচাই পাড়া গ্রামে “পথের ঠিকানা” (একটি সামাজিক সংগঠন) উদ্যোগে ১০০ জন ত্রিপুরা সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করা হযয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন পথের ঠিকানা’র সভাপতি ডাঃ যীশুময় দেব, সনাতনী ত্রিপুরা গীতা সংঘের সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক বাংলা একাডেমী পুরষ্কার প্রাপ্ত এবং মুখ্য প্রযোজক বাংলাদেশ বেতার অবসর প্রাপ্ত শ্রী প্রভাংশু ত্রিপুরা। সভায় অতিথিরা বলেন জীব সেবার মাধ্যমে ঈশ্বর সেবা সম্ভব তাই দরিদ্র অবহেলিত ত্রিপুরা পল্লীতে সংগঠনের পক্ষ থেকে যতটুকু সম্ভব সেবা অব্যাহত থাকবে এই আশা ব্যক্ত করেন। গরীব অসহায় দুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়া আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অর্পণ ত্রিপুরা, অচাই পাড়া গ্রামের কারবারি কীর্তি রঞ্জন ত্রিপুরা, প্রধান সমন্বয়ক অজয় দত্ত, অর্থ সম্পাদক আপন দেব, এবং সংগঠনের সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রসাদ বিতরণ করা হয়।