আবুল কালাম, চট্টগ্রাম :

বন্দর নগরী চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২ দিনে তিনটি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ২ টন নিষিদ্ধঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করেছে।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক।

২৪ ও ২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় এ অভিযান চালান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

পরিবেশ অধিদপ্তর উপপরিচালক মিয়া মাহমুদুল হকের নেতৃত্বে এ অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসী।

অভিযানে থাকা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ এবং ২৫ সেপ্টেম্বর রিয়াজউদ্দিন বাজার এলাকায় অভিযান চালানো হয়। সেখানকার তিনটি গোডাউন থেকে আনুমানিক দুই টন নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।