অনলাইন ডেস্ক:

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশ একাদশ? এ নিয়ে নির্দিষ্ট কিছু জানা না গেলেও চার পেসার নিয়ে একাদশ গড়ার ইঙ্গিত দিয়েছেন কোচ রাসেল ডোমিঙ্গো।

হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিরিজের শিরোপা লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। আগের দিন সংবাদ সম্মেলনে টাইগারদের কোচ ডোমিঙ্গো জানিয়েছেন, আবহাওয়া, কন্ডিশন আর উইকেট বিবেচনায় একাদশ সাজানো হবে।

প্রয়োজন মনে করলে চার পেসারও খেলানো হতে পারে।

এমনই আভাস দিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। একজন পেসার বেশি নেওয়া হলে একাদশের আট ব্যাটসম্যানদের একজনকে বাদ দিতে হতে পারে।
সবশেষ ম্যাচে বাংলাদেশ একাদশে ছিলেন তিন পেসার মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন, শফিউল হক। পেসার চারজন দিলে একাদশে ঢুকতে পারেন রুবেল হোসেন। সেক্ষেত্রে সবশেষ ম্যাচের একাদশে থেকে থেকে বাদ পড়বেন একজন ব্যাটসম্যান। তাতে কপাল পুড়তে পারে সাব্বির হোসেনের।

ফাইনালে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত/নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান/রুবেল হোসেন, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, শফিউল ইসলাম, ও মোস্তাফিজুর রহমান।