প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার সদরের খুরুশ্কুল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। এলজিএসপি-৩ প্রকল্পে আওতায় এসব টিফিন বক্স বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম মাহফুজুর রহমান ও খুরুশ্কুল ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন উপস্থিত থেকে এসব টিফিন বক্স বিতরণ করেন।
এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্তকর্তা মোঃ সেলিম উদ্দীন।

খুরুশ্কুল ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুরুশ্কুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দীন, দক্ষিণ খুরুশ্কুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনজিত চক্রবর্তী, মধ্য খুরুশ্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, দক্ষিণ খুরুশ্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল দত্ত, ধীরেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উল্লাহ, খুরুশ্কুল ইউনিয় পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোরশেদ আলম কাজল, ২, ওয়ার্ড ইউপি সদস্য আবু মোঃ জাহেদ উদ্দীন চৌধুরী, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য এহতেশামুল হক জওযান, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সোহেল, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য জয় বর্ধন দে, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মাখন চন্দ্র দে, ১, ২, ৩ নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্য সাজেদা বেগম, ৪, ৫, ৬ নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্য সুফিয়া নূর, ৭, ৮, ৯ নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্য বুলবুল আকতার, ইউপি সচিব এনামুল হক, মধ্য খুরুশ্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনছুর আলম, খুরুশ্কুল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মোঃ জুবাইর। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, এসএমসি কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের পরে খুরুশ্কুল উচ্চ বিদ্যালয়, দক্ষিণ খুরুশ্কুল আদর্শ উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য খুরুশ্কুল সরকারি প্রাথমিক এবং ধীরেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেড়হাজার শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়।