প্রেস বিজ্ঞপ্তি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে পররাষ্ট্র মন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেছেন ছাত্রলীগের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২১ আগস্ট) কক্সবাজার জেলা ছাত্রলীগের উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মারুফ আদনানের নেতৃত্বে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: আসরাফুল আফসারের কাছে স্বারকলিপি দেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

স্বারকলিপিতে বলা হয়েছে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে এ দেশের কিছু বিপদগামী সেনা সদস্য জাতির শ্রেষ্ট সন্তান, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়। সেদিন ঘাতকের বুলেটে খুন হন বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, পুত্র, পুত্রবধুসহ নিকট আত্মীয় স্বজন। তাই আগস্ট মাস আসলেই পিতার শোকে স্তব্দ হয়ে পড়ে পুরো জাতি।

পিতাহাীন দেশে কন্যা শেখ হাসিনা পিতার অপূর্ণ স্বপ্ন পুরণে কাজ করে যাচ্ছেন। শক্তহাতে দেশ এগিয়ে নেয়ার পাশাপাশি পিতা হত্যার বিচার শুরু করলেন কন্যা শেখ হাসিনা। বাতিল করলেন কালো আইন। দেশের প্রচালিত আইনেই বঙ্গবন্ধুর হত্যাকারিদের বিচার হয়েছে। কিন্তু অত্যান্ত দু:খের বিষয় বিশ্বের বিভিন্ন দেশে এখনো পিতাহত্যার অনেক আসামী পালিয়ে রয়েছে।

তাই শোকের মাসে পালিয়ে থাকা হত্যাকারিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় বাস্তবায়ন করে জাতিকে কলংক ম্ক্তু করা হউক।

এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবকে সাংগঠনিক সম্পাদক ও কক্সবাজার সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি ওয়াহিদুর রহমান রুবেল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হারুন উর রশিদ, যুগ্ন-সাধারণ সম্পাদক রুবাইছুর রহমান, উপ- আইন বিষয়ক সম্পাদক আবুল কাশেম, পৌর ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ওয়াসিম আকরাম, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিররুল হক, কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা নাহিদ, মোঃ ফয়সাল, জিয়া উদ্দান, আরিফ, মারুফ, সাফসান সাজ্জাদ, নহিদ, মোঃ সাকিল, সম্রাট, আবু নাসির, সাকিল, শাহেদ হক, জাহেদ, আবুল কালাম, রহিম, ইমরান, সোহান, রাহাত, অয়ন, শ্যামল দাশ, সুস্ময় ধর, শিবু ধর, বাসু দে, সৈকত দে, দুর্জয় দাশ, বাপ্পু দাশ, ইমন দে, রাজন দাশ, সোহেল দেব, জয় ধর, পূর্ন দেব, অস্টম ধর, বিশ্বজিৎ দত্ত, রবিন দাশ, রোহন শর্মা, অমিত বড়ুয়া, মোহন শর্মা, জিয়া উদ্দিন, সাগর সাহা ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতা কর্মীরা।