অনলাইন ডেস্ক : বিশ্বে অনেক পর্ন সাইটই বর্তমানে নিষিদ্ধ হয়ে গিয়েছে৷ তবুও কিছু পর্ন সাইট এখনও চলছে৷ বিশেষ করে যাঁরা পর্ন দেখতে অভ্যস্ত, তাঁদের র‌্যান্ডম পর্ন সাইট সার্চ করার প্রবণতা দেখা যাচ্ছে৷

আর পর্ন আসক্তদের এই দুর্বলতাকেই কাজে লাগাচ্ছে হ্যাকাররা৷ একটি নয়া ভাইরাস মুহূর্তে রেকর্ড করে নিচ্ছে মোবাইল বা কম্পিউটারের স্ক্রিন৷ তারপর চলছে ‘সেক্সটরশন’৷

ওয়েব সিকিউরিটি ফার্ম ESET সম্প্রতি বিশ্বজুড়ে সতর্কতা জারি করেছে৷ ভাইরাসটির নাম ভারেনিকি৷ প্রথমে অনেকে এই ভাইরাসকে সাধারণ স্প্যাম হিসেবে দেখলেও, পরবর্তী কালে দেখা গিয়েছে ভারেনিকি সিরিয়াস থ্রেট৷

প্রথমে এই ভাইরাস ধরা পড়ে ফ্রান্সে৷ ভাইরাসটি ব্যবহারকারীর স্ক্রিন কপি করে নিচ্ছে মুহূর্তে৷ তারপর ব্যবহারকারীর বন্ধুবান্ধব, পরিবারের লোকদের সেই স্ক্রিন শট পাঠিয়ে দিচ্ছে৷ শুরু করছে ব্ল্যাকমেল৷

ESET-এর রিপোর্ট বলছে, ‘এই স্প্যাম প্রথমে ব্যবহারকারীকে নোটিফিকেশন দিচ্ছে, স্ত্রী, বন্ধু বা পরিবারের অন্য লোকদের আপনার পর্ন দেখার স্ক্রিন রেকর্ড পাঠানো হবে৷ আপনি সম্মানের ভয়ে যেই নিষেধ করবেন, ওমনি আপনার কাছে মোটা অঙ্ক দাবি করা শুরু করবে হ্যাকাররা৷ না দিলেই স্ক্রিন রেকর্ড চলে যাচ্ছে আপনার পরিচিতদের কাছে৷’