আলাউদ্দিন, লোহাগাড়া :

জঙ্গি, মাদক, এডিস মশা ও ছেলেধরা গুজব প্রতিরোধে সচেতনামূলক র‌্যালি করেছে লোহাগাড়া থানা পুলিশ।

রোববার (৪ আগষ্ট ) বেলা ১২ টায় লোহাগাড়া থানা থেকে বের হওয়া এ র‌্যালিটি চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ শেষে থানায় এসে শেষ হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম ।

এ সময় উপস্থিত ছিলেন- লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: জহির উদ্দিন, লোহাগাড়া থানার ট্রাফিক ইন্সপেক্টর মুজিবুর রহমান,পদুয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার আবদুল হক প্রমুখ।

এছাড়াও র‌্যালিতে লোহাগাড়া থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ বিভাগের সকল সদস্য, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

র‌্যালি শেষে থানা চত্বরে আগাছা পরিষ্কার করার পাশাপাশি পনি জমে থাকা সব কিছুই পরিষ্কার করা হয়। এডিস মশা যাতে বংশ বিস্তার না করতে পারে সে জন্য এই পরিচ্ছন্নতা বলে জানান ওসি মো: সাইফুল ইসলাম।পরিচ্ছন্নতা শেষে ফগার মেশিনের মাধ্যমে গোটা থানা চত্বরে ওষুধ স্প্রে করেন।

উল্লেখ্য : দেশব্যাপি জঙ্গি, মাদক, এডিস মশা ও ছেলেধরা গুজব রোধে জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে এ র‌্যালি অনুষ্ঠিত হয়।