লোহাগাড়া প্রতিনিধি:

লোহাগাড়া উপজোলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ শনিবার (৩ আগষ্ট) দুপুরে তাহমিনা সোলতানা রেশমি (১৯) নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন।
তিনি চাইনিজ ল্যাংগুয়েজ এন্ড কালচার বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ও কক্সবাজার জেলার চকরিয়া উত্তর হারবাং আজিজনগর ভিলেজার পাড়ার হারুনর রশিদের মেয়ে।
ডেঙ্গু রোগে আক্রান্ত রেশমি বলেন, গত ২৭ জুলাই প্রচুর জ্বর হয়। ৩০ জুলাই বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসাপতালের চিকিৎসক ডেঙ্গু পরীক্ষা করার নির্দেশ দেন। পরীক্ষায় ডেঙ্গু রোগ শনাক্ত হয়। তিনি আরো বলেন, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২ আগষ্ট বাড়িতে চলে আসে। শনিবার লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে জরুরী বিভাগের চিকিৎসক ডা: প্রতীক সেন জানান, ডেঙ্গু রোগে আক্রান্ত এক শিক্ষার্থী ভর্তি হয়েছে। তাকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
রেশমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে থাকাবস্থায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়। হলে আরো শিক্ষার্থী ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ায় বাড়ি চলে এসেছে বলে জানান রেশমি।