আলা উদ্দিন, লোহাগাড়া :

লোহাগাড়া উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খ্যাত চুনতি অভয়ারণ্য এলাকায় পরিবেশ হোক সবুজ,বাসস্হান হোক নিরাপদ`এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নকশা ইঞ্জিনিয়ারং এর উদ্যোগে ২আগষ্ট শুক্রবার বেলা ৩টায় উপজেলার নির্মাণ শ্রমিক ও বাড়ীর মালিকদের সাথে এক ব্যতিক্রম ধর্মী বনভোজনের আয়োজন করা হয়েছে।

অনুষ্টানে বিভিন্ন কর্মসূচির মধ্য ছিল নকশা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে গাছের চারা বিতরণ, বিএসআরএম এর পক্ষে গিফট হ্যাম্পার ও এ.জে.চৌধুরী এন্ড কোং এর পক্ষে রেফেল ড্র এর আয়োজন করা হয়।

ব্যতিক্রম ধর্মী আয়োজনে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ।

নকশা ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান, সাতকানিয়া লোহাগাড়ার জনপ্রিয় প্রকৌশলী বড়হাতিয়ার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউসুফ`র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলমগীর,বিএসআরএম স্টীল লিমিটেড`র হেড অব সেলস মুহাম্মদ মেহেদী হাসান চৌধুরী, বড়হাতিয়ার কৃতি সন্তান তরুণ সমাজসেবক মুহাম্মদ মিরান হোসেন মিজান, বিএসআরএম স্টীল লিমিটেড চট্টগ্রামের রিজোনাল নজরুল ইসলাম,দৈনিক যায়যায়দিন পত্রিকার লোহাগাড়া প্রতিনিধি বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবদুল জব্বার ফিরোজ,এ.জে চৌধুরী এন্ড কোং এর স্বত্বাধিকারী এম আখতারুজ্জামান চৌধুরী,সাংবাদিক মুহাম্মদ রায়হান সিকদার,সাংবাদিক মুহাম্মদ এরশাদ হোসাইন, শিল্পপতি হাজ্বী মুহাম্মদ আমিনুল হক, বিএসআরএম স্টীল লিমিটেড এর কর্মকর্তা সঞ্জয় চৌধুরী,মুহাম্মদ আসিফ, দিদারুল আলম,নির্মাণ শ্রমিক নেতা মুহাম্মদ দেলোয়ার মেস্ত্রী।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্মাণ শ্রমিক ও বাড়ীর মালিকগন উপস্হিত ছিলেন।

আলোচনা শেষে নির্মাণ শ্রমিক ও বাড়ির মালিকদের মাঝে গাছের চারা বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ`সহ অন্যান্য অতিথিবৃন্দ।