লোহাগাড়া প্রতিনিধি:

লোহাগাড়া বটতলী কেন্দ্রীয় জামে মসজিদে শুক্রবার (২৬ জুলাই) খুৎবা প্রদানের পূর্বে মুসল্লীদের উদ্দ্যশে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা দেশে চলমান ছেলে ধরা গুজব সম্পর্কে বলেন, গণপিটুনি সমাধান নয়, গুজব ছড়িয়ে গণপিটুনি দেওয়া মারাত্মক ফৌজদারি অপরাধ। ইসলাম ধর্মে গুজব সৃষ্টি ও গণপিটুনি হারাম। গণপিটুনিতে যারা যে ভাবেই অংশগ্রহণ করুক না কেন, সবাই সমান অপরাধী। গণপিটুনি হারাম ও সবচেয়ে বড় গোনাহ। এ সম্পর্কে কুরআন ও হাদিসে রয়েছে সুস্পষ্ট রয়েছে।

তিনি আরো বলেন, ছেলেধরা গুজব ছড়িয়ে অনেকে শত্রুটা হাসিল করছে। ছেলেধরা আতঙ্ক ছড়িয়ে কেউ কোনো ঘটনা ঘটালে তাৎক্ষণিক পুলিশকে জানানোর জন্য মুসল্লিদের প্রতি অনুরোধ জানান।