ফেনি সংবাদদাতাঃ

ফেনির দুর্ধর্ষ সন্ত্রাসী ও দুই ডজন মামলার আসামী মোঃ আজাদ ডাকাত প্রকাশ বাইট্টা আজাদকে (৩৯) গ্রেফতার করেছে ফেনী ডিবি পুলিশ।
রবিবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে দশটার দিকে দাগন ভূঁইয়া উত্তর জয়লস্কর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আজাদ ডাকাত ফেনী জেলার দাগন ভুঁইয়া থানার উত্তর জয় লস্কর গ্রামের মৃত কালু মিয়া ওরফে কালা মিয়ার ছেলে।
ফেনী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
সঙ্গে ছিল ইন্সপেক্টর শহীদুল ইসলাম, এস আই রাহাত সিদ্দীকি, এএসআই আবুল হোসেন রিয়াদ ও সঙ্গীয় ফোর্স।
ডিবির ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, ফেনির দুর্ধর্ষ সন্ত্রাসী আজাদের বিরুদ্ধে সাম্প্রতিক বিরিঞ্চ এলাকার ঘর ডাকাতিসহ জেলার বিভিন্ন থানায় ডাকাতি, বিস্ফোরক, চাঁদাবাজি, ডাকাতি প্রস্তুতি, বিশেষ ক্ষমতা আইন, চুরিসহ দুই ডজন মামলা আদালতে বিচারাধীন আছে। তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। আজাদ ডাকাতকে রিমান্ডের প্রতিবেদনসহ কোর্টে প্রেরন করা হচ্ছে মর্মে ওসি রনজিত জানান।

-ইমাম খাইর/সিবিএন