সিবিএন :

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে অতীতের ধারাবাহিকতায় ১৭ জুলাই ২০১৯ প্রকাশিত কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা এবারও গৌরবজনক অবস্থান ধরে রেখেছে ।   এবারে এ কলেজের পাশের হার ৯৩.০৬%  শতাংশ , গত বছর এ হার ছিল ৯১.৫৩ শতাংশ  এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মোট পাশের হার  ৬২ দশমিক ১৯ শতাংশ। কক্সবাজার জেলায় মোট ৫৬ জন জিপিএ ৫ এর মধ্যে কক্সবাজার সরকারি কলেজ হতে জিপিএ ৫ পেয়েছে মোট ৫১ জন। তৎমধ্যে বিজ্ঞান ৩৯, ব্যবসায় শিক্ষা ৬, মানবিক- ৬ জন। সিবিএন রিপোর্ট

প্রকাশিত ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান যেমন, চট্টগ্রাম কলেজের পাশের হার ৯৩.৭৯%, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের পাশের হার ৮৯.০৪% ।

এদিকে এ কৃতিত্বপূর্ণ ফলাফলে কক্সবাজার সরকারি কলেজ পরিবার অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্ল। এ ফলাফলের জন্য কলেজ অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী কলেজের সকল সম্মানিত শিক্ষক, কর্মচারি, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দের প্রতি অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। ভবিষ্যতে আরো ভাল ফলাফল করার জন্য সর্বমহলের আন্তরিক সহযোগিতা ও সহমর্মিতা কামনা করেন।

 

কক্সবাজার জেলার ২৪ কলেজের পাশের হার ও অবস্থান ক্রমানুসারে :

১. কক্সবাজার সরকারী কলেজ – পাশের হার ৯৩.০৬% (গত বছর ৯১.৫৩) জিপিএ ৫ – ৫১জন, পরীক্ষার্থী – ১০১০জন, পাশ -৯৪০জন , ফেল-৭০জন।

২.হ্নীলা মইনউদ্দিন মেমোরিয়াল কলেজ – পাশের হার ৭৪.৫% (গত বছর ৭১.৯৮%) , পরীক্ষার্থী – ১৩৩ জন, পাশ -৯৮জন , ফেল-৩৫ জন।

৩.কক্সবাজার সরকারি মহিলা কলেজ – পাশের হার ৭০.২৮% (গত বছর-৭৮.৪৫%) জিপিএ ৫ – ১জন ,পরীক্ষার্থী – ৯০৫ জন, পাশ -৬২৯জন , ফেল-২৯৭ জন।

৪.কুতুবদিয়া কলেজ -পাশের হার ৬৭.৬৯%  (গত বছর ৬৮.২৭% ) ,মোট পরীক্ষার্থী – ৫৮৫ জন, পাশ -৩৯৬ জন ,ফেল-১৮৯জন।

৫.শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ – পাশের হার ৬৭.৫৩% (গত বছর ৬৪.০০%) জিপিএ ৫ – ১জন , মোট পরীক্ষার্থী – ৪২২ জন, পাশ -২৮৫ জন ,ফেল-১৩৭ জন।

৬.চকরিয়া কলেজ – পাশের হার ৫৯.০৪% (গত বছর ২৬.০৩% ), জিপিএ ৫ – ১জন মোট পরীক্ষার্থী – ৬৫২ জন, পাশ -৩৮৫ জন ,ফেল-২৬৭ জন।

৭.ডুলাহাজারা কলেজ – পাশের হার  ৫১.৯০% (গত বছর ৬৬.১২%) ,মোট পরীক্ষার্থী – ৬৮২ জন, পাশ -৩৫৪ জন ,ফেল- ৩২৮ জন।

৮.কক্সবাজার সিটি কলেজ -পাশের হার  ৫১.১১% (গত বছর ৭১.০০% ), মোট পরীক্ষার্থী – ১২২১ জন, পাশ -৬২১ জন ,ফেল- ৬০০ জন।

৯.টেকনাফ কলেজ – পাশের হার ৫০.৫৭% (গত বছর ৩৮.৪৩% ) , মোট পরীক্ষার্থী – ৩৫০ জন, পাশ -১৭৭ জন ,ফেল- ১৭৩ জন।

১০.চকরিয়া মহিলা কলেজ – পাশের হার  ৫০.২৮% (গত বছর ৬৯.৮৬%) ,মোট পরীক্ষার্থী – ৫৪১ জন, পাশ -২৭০ জন ,ফেল- ২৭১ জন।

১১.ঈদগাহ ফরিদ আহমদ কলেজ – পাশের হার ৪৯.৩৫% (গত বছর ৪৩.৫৮% ) জিপিএ ৫ – ১জন , মোট পরীক্ষার্থী – ৩৮৫ জন, পাশ -১৯০ জন ,ফেল- ১৯৫ জন।

১২.রামু সরকারী কলেজ – পাশের হার ৪৪.৩৬% (গত বছর ৬৫.৮০%), মোট পরীক্ষার্থী – ৮৭৯ জন, পাশ -৩৯০ জন ,ফেল- ৪৮৯ জন।

১৩.উখিয়া বঙ্গমাতা ফজিলেতুন্নেছা মুজিব মহিলা কলেজ–  পাশের হার ৪৩.৯৩% (গত বছর ৬২.৮০%) ,মোট পরীক্ষার্থী – ৪৭৮ জন, পাশ -২১০ জন ,ফেল- ২৬৮ জন।

১৪.কক্সবাজার হার্ভাড ইন্টারন্যাশনাল কলেজ – পাশের হার ৪২.০৮% (গত বছর ৫০%) ,মোট পরীক্ষার্থী – ১৮৭ জন, পাশ -৮০ জন ,ফেল- ১০৭ জন।

১৫.বঙ্গবন্ধু মহিলা কলেজ মহেশখালী – পাশের হার  ৪২.৩৪% (গত বছর ৭০.৩০% ),মোট পরীক্ষার্থী – ২২২ জন, পাশ -৯৪ জন ,ফেল- ১২৮ জন।

১৬.মহেশখালী ডিগ্রী কলেজ – পাশের হার ৪১.৬৫% (গত বছর ৫৪.৫৬%) জিপিএ ৫ – ১জন , মোট পরীক্ষার্থী – ৭৩৭ জন, পাশ -৩০৭ জন ,ফেল- ৪৩০ জন।

১৭.কক্সবাজার কমার্স কলেজ – পাশের হার ৩৭.৬৭ % (গত বছর ৬০.০০% ) ,মোট পরীক্ষার্থী – ১৫৪ জন, পাশ -৫৮ জন ,ফেল- ৯৬ জন।

১৮.কুতুবদিয়া মহিলা কলেজ – পাশের হার ৩৪.৪২℅ (গত বছর ১৩.৫১%) ,মোট পরীক্ষার্থী – ৬১ জন, পাশ -২১ জন ,ফেল- ৪০ জন।

১৯.হোয়ানক কলেজ – পাশের হার ২৮.৫৭% (গত বছর ৪৬.৩৯% ),মোট পরীক্ষার্থী – ৭০ জন, পাশ -২০ জন ,ফেল- ৫০ জন।

২০.বদরখালি কলেজ – পাশের হার ২৭.৩৫% (গত বছর ৪৩.৮২%), মোট পরীক্ষার্থী – ২৪৫ জন, পাশ -৬৭ জন ,ফেল- ১৭৮ জন।

২১.উখিয়া কলেজ – পাশের হার ২৭.৩৫% (গত বছর ৩৪.৬৮%), মোট পরীক্ষার্থী – ৫৬৩ জন, পাশ -১৫৪ জন ,ফেল- ৪০৯ জন।

২২.চকরিয়া কমার্স কলেজ -পাশের হার  ২০.৬৩% (গত বছর ৫০.০০%) ,মোট পরীক্ষার্থী – ৬৩ জন, পাশ -১৩ জন ,ফেল- ৫০ জন।

২৩. ধুরুং আইডিয়াল স্কুল এন্ড কলেজ – পাশের হার ১৭.১৪% , মোট পরীক্ষার্থী – ৩৫ জন, পাশ -০৬ জন ,ফেল- ২৯ জন।

২৪.চকরিয়া সিটি কলেজ – পাশের হার ৯.৩২% (গত বছর ৪০.০০%), মোট পরীক্ষার্থী – ১০৭ জন, পাশ -১১ জন ,ফেল- ৯৬ জন। সিবিএন রিপোর্ট