আলমগীর মানিক,রাঙামাটি :

পরিত্যক্ত বোমা বিস্ফোরনে বান্দরবানে নিহত সেনা জোয়ান নিপুনের লাশ রাঙামাটিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার দুপুরে হেলিকপ্টারের মাধ্যমে নিহতের কফিনভর্তি মরদেহ বিশেষ পদ্ধতিতে রাঙামাটি সার্কিট হাউস সংলগ্ন হেলিপ্যাডে আনা হয়। এসময় সেনা সদস্যরা নিহতের কফিন নামিয়ে সেনাবাহিনী গাড়িতে করে নিহতের পরিবারের সদস্যদেরকে নিয়ে তার বাড়ি কুতুকছড়িতে মরদেহ পৌছে দেয়।

শুক্রবার দুপুরে বান্দরবানের সুয়ালক ইউনিয়নের আমতলী এলাকায় সেনাবাহিনীর ভারি অস্ত্রের ফায়ারিং রেঞ্জে ফায়ারিং এর জন্য ঝোপ জঙ্গল কেটে পরিস্কার করার সময় পরিত্যক্ত সেল (বোমা) বিস্ফোরণে ঘটনাস্থলে সেনাবাহিনীর কুমিল্লাস্থ ১৬ প্যারা ব্যাটালিয়নের দুই সদস্য জাহিদুল ইসলাম এবং আহত নিপুন চাকমাকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সিএমএইচে নেয়ার পথে মারা যায়।

নিপুন চাকমার লাশের ময়না তদন্ত শেষে রোববার দুপুরে রাঙামাটি সার্কিট হাউজ সংলগ্ন হেলিপ্যাডে হেলিকপ্টারের মাধ্যমে আনা হয়। পরে তার বাবা কিপাধন চাকমা লাশ বুঝে নেন। নিহত নিপুন চাকমার বাড়ী রাঙামাটি সদরের কুতুকছড়ির মধ্যপাড়া এলাকায়।