শ্রমিক

প্রকাশ: ১ মে, ২০১৯ ১১:১৪

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


সাইফুল মোস্তফা
মাঠে ঘাটে কার -খানার যন্ত্রে মালিকের মন্ত্রে
মিশে আছে মহাতাব শ্রমিকের নিষ্পাপ হাত,
শ্রমের ঘামে ধনপতিরা করছে কত বাজিমাত।
বিশ্বতটে আজ ঘামনিশানির মেহনতি শ্রমিক
নিপীড়িত নির্যাতিত অবজ্ঞায় অবহেলিত,
মানুষ তাঁরা শ্রমিক বলে হতে পারেনা দলিত।
সিকাগো শহরে ‘হে’ মার্কেটের শ্রমিকেরা লড়ে
ছিল সেদিন অষ্ট শ্রমঘন্টা আদায়ের দাবিতে,
বুলেটের মুখে রক্ত দিয়ে বিজয় আসে তাঁদের হাতে।
আজ বিশ্বসভায় উৎযাপিত মহান মে দিবস
যে দিনের স্মরণে আজ আমরা পেয়েছি ছুটি,
কুলি-মজুর ছুটি নিলে জুটে কি তার পেটের রুটি?
যত নবী রাসুল বিজ্ঞানি মনীষী ছিল সবে শ্রমিক
মুহম্মদের হেদায়ত না শুকাইতে শ্রমিকের ঘাম,
শ্রমিককে দিয়ে দাও তাঁদের শ্রমের ন্যায্য দাম।