গত ২১ এপ্রিল দৈনিক আলোকিত উখিয়া ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত পিএমখালীতে আওয়ামীলীগ নেতার বাড়িতে অস্ত্রধারী যুবকের হামলা শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে । সংবাদটি সম্পূর্ণ বানোয়াট ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রনোদিত। প্রকৃত সংবাদ হচ্ছে কক্সবাজার সদরের পিএমখালীর ধাওনখালী গ্রামের ইয়াবা, আলমগীর সেনাবাহিনীর দায়িত্বপালন কালে অনৈতিক কাজের জন্য চাকুরিচ্যুত হয়। বর্তমানে ভুয়াভাবে সেনাবাহিনীর ভয় দেখিয়ে সন্ত্রাসী, চাদাবাজী, ইয়াবা সেবন ও ব্যবসা শুরু করেছে। তার অপকর্মের হোতা তার ভাই হারুন বিগত ১/৪/১৯ ইং উক্ত আলমগীর আমার নিকট থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।

গত ২/৪/২০১৯ ইং আমার দাদার বাসায় যাওয়ার পথে গতিরোধ করে উপরোক্ত ৫০ হাজার টাকা চাঁদার দাবি করে এবং আমি টাকা দিতে অস্বীকার করলে মোবাইল যোগে তার বাহিনীকে ঘটনাস্থলে নিয়ে আসে। তা দেখে আমি ঘটনাস্থল থেকে প্রাণপনে পালিয়ে যায়। প্রকৃত ঘটনাকে ধামাচাপা দিতে উক্ত মিথ্যা সংবাদ ছাপিয়েছে। এ ঘটনায় আমি বিজ্ঞ সিনিয়র জুডিশিয়্যাল ম্যাজিষ্ট্রেট আদালত কক্সবাজর -৪ এ সিআর ৪৫২ মামলা দায়ের করি। যেখানে একমাত্র আসামি উক্ত সেনাবাহিনীর বিপদগামি চাকুরিচ্যুত সদস্য আলমগীর। আমি উক্ত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং প্রশাসনকে তদন্তপূর্বক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারি

হুমায়ুন কবির

পিতা-মৌঃ কবির আহমেদ, পূর্বপাড়া, ধাওনখালী, পিএমখালী, কক্সবাজার।