‘কাশ্মীর’

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ ১১:৫৭

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


– আনম রফিকুর রশীদ

প্রিয়তমা আমার চঞ্চলা বালিকা,
ধরাধামে স্বর্গ,
মেঘসখি বিশ্বরূপ লুটে মহার্ঘ বর্ষে তনুকায়,
রূপবতীধনবতী সারশ্বতীনূপুর বাজায় ঝর্ণার জলে,

দুপাশে দাঁড়িয়ে দুযুবরাজ কুদৃষ্টি ফেলে,
“রাণীদের রাণী হবে, প্রাসাদ বাড়ির সীমান্ত বাড়িয়ে নতুন রঙমহল গড়বে”, বৈরি যুবরাজদ্বয় আরও কতকিছু ভাবে…

প্রিয়তমা আমার আবেদনময়ী লাস্যময়ী হাস্যময়ী চিরস্বাধীন,
কারও ঘরনি হওয়ার মানসিকতাহীন,
যুবরাজদের লোভনীয় প্রস্তাব ঝরাপাতাসম বাতাসে ওড়ায়…

কামতৃষ্ণায় কাতর যুবরাজদের নির্লজ্জ নির্যাতন,
কোমল দেহ খণ্ডিত হয়ে রক্তে গড়ায়।

রূপই তার অভিশাপ ! পৃথিবীতে অবলার অস্তিত্ব রাখার নেই অধিকার!

প্রিয়া আমার ধর্ষণের যন্ত্রণাজ্বরে কাঁপে থরথর,
কোথায় আমার কাশ্মীরিশাল, কোথায় চাদর?
এখন তার খুবি দরকার উষ্ণ আদর।