ইমাম খাইর, সিবিএনঃ
কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনেই বিপুল ভোটের ব্যবধানে জয় হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা। বিশেষ করে কক্সবাজার-১ আসনটিতে স্বাধীনতার পর এই প্রথম বারের মতো আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য পদে নির্বাচিত হন। সীমান্ত উপজেলার এমপি পদে বিপুল ভোটে এমপি হয়ে আলোচিত হয়েছেন বর্তমান সংসদ সদস্য আব্দুর রহমান বদির স্ত্রী শাহীন আক্তার।
বেসরকারী ফলাফল অনুযায়ী কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে দুই লাখ ২১ হাজার ৬০৯ ভোটের ব্যবধানে বেসরকারীভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাফর আলম।
এ আসনে নৌকার প্রাপ্ত মোট ভোটের সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ৯ শত ৬৬।
নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী এডভোকেট হাসিনা আহমেদ পেয়েছেন ৫৩ হাজার ৩শত ৫৭ভোট। স্বাধীনতার পর এই প্রথম বার আসনটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের প্রার্থী।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ তথা মহাজোট মনোনীত নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। তাঁর প্রাপ্ত ভোট ২ লাখ ২৯ হাজার ২৫০। নিকটতম প্রতিদ্বন্দ্বী ২০ দলীয় জোটের প্রার্থী হামিদুর রহমান আজাদ (আপেল) পেয়েছেন ১০ হাজার ১৯ ভোট।
কক্সবাজার ৩ (সদর-রামু) আসনে এক লাখ ৫৭ হাজার ৪৩০ ভোটের ব্যবধানে বেসরকারীভাবে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সাইমুম সরওয়ার কমল।
তার প্রাপ্ত মোট ভোটের সংখ্যা ২ লাখ ২২ হাজার ৬৪৫।
নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট তথা বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী লুৎফুর রহমান কাজল পেয়েছেন ৬৫ হাজার ২১৫ ভোট।
দেশের বহুল আলোচিত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ তথা মহাজোট মনোনীত শাহীন আক্তার চৌধুরী নৌকা প্রতীকে ২ লাখ ২ হাজার ১৮০ ভোট পেয়ে জেলার প্রথম নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন জাতীয় ঐক্যফ্রন্ট তথা বিএনপির প্রার্থী সাবেক চারবারের এমপি শাহজাহান চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে ৩৬ হাজার ৯৫৭ ভোট পান।