সিবিএন : কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ তথা মহাজোট মনোনীত নৌকা প্রতীক নিয়ে
বেসরকারী ফলাফলে নির্বাচিত হয়েছেন শাহীন আক্তার চৌধুরী । তাঁর প্রাপ্ত ভোট – নৌকা ২,০২,১৮০ । নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন
ঐক্যফ্রন্ট তথা বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী । তাঁর প্রাপ্ত ভোট – ধানেররশীষ ৩৬,৯৫৭ ।