রফিকুল হুদা চৌধুরী – ফাইল ছবি

সিবিএন : কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট তথা বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজলের প্রধান নির্বাচনী এজেন্ট ও কক্সবাজার পৌর বিএনপি সভাপতি রফিকুল হুদা চৌধুরীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
আজ সকাল ১১ টার দিকে কক্সবাজার হাশেমিয়া মাদরাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে।
আহত বিএনপি নেতা রফিকুল হুদাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান জেলা ছাত্রদলের সাবেক নেতা ও রফিকুল হুদা চৌধুরী একান্ত সহকারী মোঃ মুরাদ।
তিনি জানান, হাশেমিয়া মাদরাসা ভোট কেন্দ্রের দরজা বন্ধ করে ব্যালটে সিল মারার অভিযোগ পেয়ে খোঁজ নিতে যান রফিকুল হুদা চৌধুরী।
এসময় আওয়ামীলীগ-ছাত্রলীগের লোকজন তার ওপর ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে। ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়।
স্থানীয়দের সহায়তায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।