প্রেস বিজ্ঞপ্তি :

চট্টগ্রাম-১৩ সংসদীয় আসন হতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণায় আনোয়ারা ৮নং চাতরী ইউনিয়নের কৈনপুরা ও মহতরপাড়া ওয়ার্ডের জনগণের সাথে উঠান এক বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ. মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক এম.এ. মালেক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন হিরো, বিশিষ্ট সমাজসেবক রঘুপতি সেন, সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগ উপ কমিটির সহ-সম্পাদক, আমরা মুক্তিযোদ্ধার সন্তান বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুরজিৎ দত্ত সৈকত, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুছাফা মেম্বার, সাধারণ সম্পাদক আশীষ কান্তি নাথ, আনোয়ারা থানা যুবলীগ নেতা মো: আব্বাস, পীযুষ দত্ত, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রণধীর দত্ত, সহ-সভাপতি বাবু প্রণোতোষ দত্ত, সাধারণ সম্পাদক বিশ্বনাথ দত্ত, মহতর পাড়া ওয়ার্ড নির্বাচনী কমিটির সভাপতি শরিফ মেম্বার (বাডু), সাধারণ সম্পাদক মো: ইসহাক, ইউনিয়ন যুবলীগ নেতা মো: শফি, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আবদুল মাজেদ, সুশান্ত দত্ত, নিরোদ বরণ সেন, সজল সেনগুপ্ত, শ্রীকান্ত দত্ত, ভবতোষ দত্ত, সঞ্জিত পাল, দিবাকর দত্ত, সজল দাশ, কাজল দাশ, লিটন দাশ, অবিনাশ দাশ, যদু দাশ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন দাশ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সুশান্ত দে, রতন দাশ, ইউনিয়ন যুবলীগ নেতা নন্দন ঘোষ, দেবাশীষ দাশ, পলাশ দে, শক্তিম চৌধুরী (তুলতুল) প্রমুখ। জাবেদ বলেন, এই কৈনপুরা ও মহতর পাড়া আনোয়ারা-কর্ণফুলী ও সারা বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। ভবিষ্যতে আরো উন্নয়ন হবে। আমার বিশ্বাস আপনারা আমাকে নৌকা প্রতীকে বিপুল ভোটে নির্বাচিন করবেন। আমি নির্বাচিত হলে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করে গ্রামকে শহরের মত রূপান্তরিক করবো। তাই আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে পুনরায় আপনাদের সেবার করার সুযোগ দিন।