আলমগীর মানিক,রাঙামাটি :

১৪ ডিসেম্বর শুক্রবার সকালে সাজকে সফরে গিয়ে সেখানে আয়োজিত নির্বাচনী সভায় ধানের শীষের পক্ষে প্রচারনার সময় তিনি এই আহবান জানান। এসময় তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে সাজেকে বেশ কয়েকবার খাদ্য সংকট সহ দুর্ভোগ দেখা দিয়েছিল এ থেকে সাজেকবাসী এখনো পরিত্রাণ পায়নি। সাজেকে এখনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্দ্ধগতি বিদ্যমান। সরকারের ভুল নীতির কারনেই আজকে পাহারবাসী এই দুর্দশার শিকার হচ্ছে। এই দশা থেকে মুক্তি পেতে দেশে গনতন্ত্রের ধারা ফিরিয়ে আনতে জাতীয় ঐক্যফ্রন্টকে ক্ষমতায় আনার কোন বিকল্প নেই। পাহারবাসীর ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহবান জানিয়ে মনিস্বপন দেওয়ান জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে সাজেকবাসীর দুর্ভোগ দুর্দশা লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

এসময় সাজেক ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহআলম, যুগ্ন সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন, জেলা জামায়াতের নেতা এডভোকেট হারুনুর রশিদ, এডভোকেট রহমত উল্লাহ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইউছুপ চৌধুরী, তাতী দলের সাধারণ সম্পাদক নুরুল আজম, বাঘাইছড়ি বিএনপির সভাপতি ওমর আলী, পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিনসহ বিএনপিসহ সমমনা সংগঠনগুলোর নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।