এম আবু হেনা সাগর,ঈদগাঁও :

সদরের ইসলামপুর খেলোয়াড় কল্যান সমিতি কর্তৃক আয়োজিত আবু ছিদ্দিক প্রদত্ত ৫ম বারের মত তিন ভরি ওজনের বিজয় দিবস গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের বনাঢ্য উদ্বোধন হয়েছে। ৫ ডিসেম্বর বিকেলে মধ্যম নাপিতখালী ফুটবল খেলার মাঠে ইউপি চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন,কক্সবাজার জেলা ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি ইকবাল মোহাম্মদ শামশুল হুদা টাইটেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অনুপ বড়ুয়া অপু,বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সম্পাদক রাশেদ উদ্দিন নান্নু, ক্রিকেট সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন,
সদস্য খালেদ আজম বিপ্লব। উপস্থিত ছিলেন, ঈদগাহ ফরিদ আহমদ ডিগ্রী কলেজের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আবদুল হামিদ,ইসলামপুর খেলোয়াড় কল্যান সমিতির সভাপতি এবং কৃতি ফুটবলার ছৈয়দ করিম,সাধারন সম্পাদক জুবাইরুল ইসলাম,ঈদগাঁও রিপোটার সোসাইটি র সাবেক সভাপতি এম আবু হেনা সাগর,মেম্বার ও ফুটবলার মোফাচ্ছেল,কল্যান সমিতির পক্ষে জয়নাল আবেদীন,আলহাজ মনছুর আলম, ওসমান গনি,জাহাঙ্গীর আলম,মিজানুর রহমান, মোহাম্মদ আলী, রিশাদ, হারুন, নাছির উদ্দিন, রবিউল,মিজানুর রহমান,ওসমান,মমতাজ আনোয়ার,সোহাগ,জহির,মনির,মোস্তাক,নেছার,নাছির,মিন্টু,আবু ছিদ্দিক,রফিক,জসিম,
মোবারক,রহিম,কামাল,আকতার,রিয়াজ,নাছির,জাফর,হামিদ,মোসলিম,রশিদ,মিজান,হাসিম,ওবাইদু এবং জসিমসহ বিপুল সংখ্যক দর্শকরা।
খেলায় দুই দলই সমানে থাকায় ট্রাইব্রেকারে
চকরিয়ার মগবাজার ক্রীড়া সংস্থা কক্সবাজার বয়েজ ক্লাবকে একগোলে পরাজিত করে জয় ছিনিয়ে নেয়। মগবাজারের গোলরক্ষক জিয়া উদ্দিনকে ম্যান অব দ্যা ম্যাচ প্রদান করেন অতিথিরা।