জে.জাহেদ, চট্টগ্রাম:

চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে কাভার্ড ভ্যানসহ ১৫১ কার্টন চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। ২৮শে নভেম্বর চট্টগ্রাম লোহাগড়া পদুয়া বাজার মহাসড়কের উপর এ ঘটনা ঘটে।

ঘটনা সুত্রে জানা যায়, গত ২৬শে নভেম্বর টিভিএস বিডি লিমিটেড এর আমদানীকৃত মোটর সাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ শুল্কায়নের পর টঙ্গী গাজীপুর হতে মালামাল লোড করেন। পরে চট্টগ্রাম বন্দর হতে পরিবহন সংস্থা ‘দি পোর্টল্যান্ড ক্যারিয়ার’ এর ভাড়াকৃত কাভার্ড ভ্যান চট্টমেট্টো-ট-১১-২১৮৯ যোগে রওয়ানা হন।

পথিমধ্যে গাড়ির ড্রাইভার ও হেলপারের যোগসাজেসে মালামাল গন্তব্যস্থানে না নিয়ে ফোন বন্ধ রাখেন। এমনকি পরিবহন সংস্থার লোকজন ও মামলার বাদী গাড়ি ও মালামালের কোন হদিস পায়না।

পরে এঘটনায় মনিরুল ইসলাম চৌধুরী বাদী হয়ে নগরীর সদরঘাট থানায় মামলা দায়ের করেন।

এবং মামলাটি উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মহানগর গোয়েন্দা বিভাগকে তদন্তভারের নির্দেশ দেন।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম মোস্তাইন হোসেন বিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) মোহাম্মদ মঈনুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান চৌধুরী, পুলিশ পরিদর্শক মোঃ আরিফ হোছাইন, এসআই মোঃ মিজানুর রহমান, এসআই মোঃ মোজাম্মেল হোসেন, এসআই মোঃ জুয়েল চৌধুরী, এসআই মোঃ কামরুজ্জামানের সমন্বয়ে টিম মামলাটি তদন্ত শুরু করেন।

বিভিন্ন তথ্যপ্রযুক্তির সহায়তায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাড়িটির অবস্থান নির্ণয় করে চট্টগ্রাম কর্নফুলী এলাকায় অভিযান পরিচালনা করেন।

পুলিশী অভিযানের মুখে আসামীগণ গাড়িটি চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার পদুয়া বাজারের সন্নিকটে কবরস্থানের সামনে কক্সবাজার মহাসড়কের উপর রেখে পালিয়ে যায়।

ডিবি পুলিশের দল বাদীসহ চুরি যাওয়া কাভার্ড ভ্যান ও চোরাই যাওয়া ১৭৩ কার্টন যন্ত্রাংশের মধ্য হইতে ১৫১ কার্টন মালামাল উদ্ধার করেন।

জানা যায়, উদ্ধারকৃত গাড়ি ও মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। পলাতক আসামীদের গ্রেফতারসহ বাকী মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ডিবি পুলিশের কর্মকর্তা এসআই মোজাম্মেল হোসেন।