মো. নুরুল করিম আরমান, লামা:
এবার বান্দরবানের লামা পৌর শহর ও সড়ক পরিস্কার অভিযানে ‘ঈশ্বরের মন্ডলী’ নামে একটি বেসরকারী সংস্থার সদস্যরা। ‘আসুন মাতার প্রেমে এক হই আর পৃথিবী রক্ষা করি’ এই অমৃত বাণীকে প্রতিপাদ্য করে তারা পৌর শহর ও লামা-ফাঁসিয়াখালী সড়কের মধুঝিরি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের দু’পাশের আর্বজনা পরিষ্কার করেন। এ কাজে অংশ নেয় দক্ষিণ কোরিয়ান এ স্বেচ্ছাসেবী সংস্থার চট্টগ্রাম অঞ্চলের অর্ধশত শিশু-যুব স্বেচ্ছাসেবী। শুক্রবার দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে একাত্বতা পোষন করে সম্পৃক্ত হন- পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) মো. লিয়াকত আলী, পুলিশের উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন, ডিএসবি লামা শাখার এএসআই আলমগীর বাদশা প্রমুখ। ঈশ্বরের মন্ডলীর লামা শাখার লিড়ার যশুয়া বলেন, সারা বিশ্বে ১৭৫ দেশে প্রায় ৮ হাজারের অধিক শহরে শাখা চার্চ স্থাপন করেছে ইশ্বরের মন্ডলী। স্বেচ্ছাসেবী কাজের প্রশংসায় তিনবার এ সংস্থাকে পুরস্কৃত করেন আমেরিকার রাষ্ট্রপতি বারাক ওবামা। তিনি আরও বলেন, সংস্থাটির পক্ষ থেকে রক্ত দান, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান এবং দুর্যোগের সময় ক্ষতিগ্রস্তদের সহায়তাও করা হয়।