মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর জামায়াত অধ্যুষিত সাতকানিয়ার পুরো এলাকায় নাশকতা ঠেকাতে মোটরসাইকেলে মহড়া দিয়েছে পুলিশ। শুক্রবার (৯ নভেম্বর) বিকালে প্রায় ২০টি মোটরসাইকেল ও পিকআপ ভ্যানে থানা থেকে ছদাহা আজিমপুর, হাসমত আলীর দোকান হয়ে মৌলভীর দোকান পর্যন্ত মহড়াটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তফসিল ঘোষণার আগে বৃহস্পতিবার সন্ধ্যায়ও মোটরসাইকেল মহড়া দেয় স্থানীয় পুলিশ। মহড়াটিতে অর্ধশত পুলিশ সদস্য অংশ নেয়।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল হোসেন জানান, একাদশ নির্বাচনের তফসিল ঘোষনা হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই মহাড়া দেয়া হয়েছে। যাতে নির্বাচনকে কেন্দ্র করে কেউ শান্ত পরিবেশকে অশান্ত বানাতে না পারে। নাশকতা ঠেকাতেও এই মোটরসাইকেল মহড়ার আয়োজন বলা যাবে। এতে এখানকার অপরাধীরা বুঝতে পারবে পুলিশ সার্বক্ষণিক সজাগ রয়েছে।