আওয়ার ইসলাম : সৌদি আরবের একজন সিনিয়র মুফতি ঘোষণা দিয়েছেন, সামর্থ্য থাকার পরও একাধিক বিয়ে না করলে পুরুষ গুনাহগার হবে।

সৌদি আরবের সিনিয়র মুফতি আবদুল্লাহ তার আলোচনায় বলেছেন, যে ব্যক্তির একাধিক বিয়ের সামর্থ্য আছে এবং সে সমাজের মুসলিম নারীদের দুর্দশা সম্পর্কেও অবগত আছে -মুসলিম নারীগণ বিবাহিত জীবন লাভ না করায় ব্যাপক ক্ষতির মুখে পড়ছে- সে অবশ্যই গুনাহগার হবে।

আমি মনে করি, এমন ব্যক্তি এক স্ত্রীতে সন্তুষ্ট থাকলে গোনাহগার হবে এবং কেয়ামতের দিন সে প্রশ্নের মুখোমুখি হবে যে, তোমার সামর্থ্য থাকার পরও কেনো তুমি মুসলিম নারী পবিত্র ও নিরাপদ জীবনযাপনের ব্যবস্থা করলে না?

সূত্র : দৈনিক আজাদ