আন্তর্জাতিক ডেস্ক:
ইন্দোনেশিয়ায় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্ট সুনামির আঘাতে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির মধ্যাঞ্চলের দ্বীপ সুলাওয়েসিতে শক্তিশালী এ সুনামি আঘাত হানে। সুনামির ফলে সৃষ্ট ৬/৭ ফুট উঁচু ঢেউ দেশটির সুলাওয়েসি দ্বীপের পালু শহরকে ভাসিয়ে নেয় বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

সামাজিক মাধ্যমগুলোতে সুনামি ঢেউয়ের বেশকয়েকটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেগুলোতে, বিশাল সামুদ্রিক ঢেউয়ের সঙ্গে জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে। ভয়ার্ত লোকজন চিৎকার করে কাঁদছে, কেউ কেউ ঘরবাড়ি ছেড়ে রাস্তা দিয়ে পালিয়ে যাচ্ছে।

সুনামির আঘাতে অনেক ঘরবাড়ি ও মসজিদ ভেঙে পড়েছে বলে জানিয়েছে বিবিসি। প্রচুর গাছপালাও ভেঙে পড়েছে।

শনিবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র পুরো নুগরোহ জানান, ‘সুনামির আঘাতে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এখানে-সেখানে পড়ে আছে মৃতদেহ। তারা সেগুলো উদ্ধারের কাজ করছেন।’ তবে নিহতের নির্দিষ্ট সংখ্যা জানাতে অস্বীকার করেছেন তিনি।