জে.জাহেদ, চট্টগ্রাম:
পাহাড়ী জনপদ খাগড়াছড়ির মহালছড়ি থানা সংলগ্ন চেঙ্গী ব্রিজের একাংশ ভেঙে মালবাহী একটি ট্রাক নদীতে পড়েছে। এতে মো. মোমিন (৩৫) নামে এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। তিনি মহালছড়ির জয়সেন পাড়ার মৃত আনসার আলীর ছেলে। শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার সকালে খাগড়াছড়ির মহালছড়ি সদর থেকে পাথরবোঝাই ট্রাকটি উপজেলার মোবাছড়ি এলাকার দিকে যাচ্ছিলো। পথে ট্রাকটি চেঙ্গী বেইলি ব্রিজ অতিক্রম করার সময় ব্রিজের একটি অংশ ভেঙে নদীতে পড়ে যায়। এসময় স্থানীয়রা ট্রাকের চালকসহ ৩ জনকে উদ্ধার করেন। তবে মোমিন নামে একজন নিখোঁজ রয়েছেন।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ফকির জানান, স্থানীয়রা তিনজনকে উদ্ধার করতে পারলেও এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের কাজ চলছে। বেইলি সেতুটি অনেক পুরনো বলেও জানান তিনি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।