পিবিডি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ উল্লেখ করে বক্তব্য দেওয়াটা অর্থমন্ত্রীর উচিত হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) হোটেল র‌্যাডিসন ব্লুতে দক্ষিণ এশিয়ার নির্বাচন কমিশনের সংগঠন ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস-সার্ককে (ফেমবোসা) ৯ম সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আগামী ২৭শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে-অর্থমন্ত্রীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সিইসি বলেন, নির্বাচনের তারিখ নিয়ে আমরা কথা বলিনি। আমাদের সাথে কোন আলোচনাও হয়নি। মন্ত্রী ভুল বলেছেন। তার এ বিষয়ে কথা বলা উচিত হয়নি। নির্বাচনের তারিখ নিয়ে কথা বলে মন্ত্রী ঠিক করেননি।

উল্লেখ্য, বুধবার সচিবালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২৭শে ডিসেম্বর হতে পারে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, আগামী ২০ দিনের মধ্যে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। তবে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মডেল অনুযায়ী হবে। তাকে প্রধান করে স্বল্পসংখ্যক মন্ত্রী নিয়ে এ সরকার হবে।