পিবিডি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় গড় পাসের হার ৮৩.৫০ শতাংশ।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত ফল বিকেল ৫ টা থেকে এসএমএস এর মাধ্যমে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nuH4Roll No লিখে 16222 নম্বরে Send করে এবং সন্ধ্যা ৭ টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd থেকে জানা যাবে।
এ পরীক্ষায় ৩০টি অনার্স বিষয়ে ৫৪৯টি কলেজের ১ লাখ ৩৩ হাজার ১১৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
উল্লেখ্য, পরীক্ষার্থীদের ৪ বছরের সমন্বিত ফলাফলের সিজিপিএ আগামী ৯ সেপ্টেম্বর বিকেল ৫টায় ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।