জে.জাহেদ,চট্টগ্রাম :
চট্টগ্রাম খুলশী এলাকায় একটি গেস্ট হাউজ থেকে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ২৯ নারী পুরুষকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার (২৫ আগস্ট) মোটেল সিক্স স্বর্ণালী নামে ওই গেস্ট হাউজে অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ।
আটককৃতদের মধ্যে গেস্ট হাউজের ম্যানেজার ইয়াছিন মামুন সহ অনেক নারী পুরুষ রয়েছে বলে পুলিশ জানায়।
নগর গোয়েন্দা পুলিশের এসি (নর্থ) কাজল কান্তি চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন গেস্ট হাউজটিতে নারীদের জড়ো করে আসামাজিক কাজ চালিয়ে আসছিল মালিক পক্ষ।
গতকাল রাতে অভিযান চালিয়ে ১৩ জন নারী ও হোটেলের ম্যানেজারসহ ১৬ জন পুরুষকে আটক করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।