মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম:

সাতকানিয়ায় সড়কের ফুটপাত দখল করে ফলের দোকান গড়ে তোলায় ৫ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২ মণ আম, পেয়ারা ও আপেল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত এসব ফল পরে  কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়। ।
১৮ আগস্ট শনিবার দুপুর ৩টায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কেরানীহাট এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়।
সাতকানিয়ার  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  দীপংকর  তঞ্চঙ্গ্যা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।  এসময় অর্ধশতাধিক অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করে  ফুটপাত দখল করে গড়ে উঠা ৫ জন অবৈধ ফলের দোকানদারের প্রত্যেককে ২ হাজার টাকা করে সর্বমোট ১০ দশ হাজার টাকা জরিমানা করা হয়। যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন, মোঃজসিম উদ্দিন, মোঃ মোজাফ্ফর আহমদ, মোঃ আবুল কালাম, আব্দুল খালেক ও মোঃ হারুন।

জব্দকৃত ফলফলাদি সাতকানিয়ার গোয়াজরপাড়া হযরত শাহ মনু ফকির (রহ:) এতিমখানা ও ভোয়ালিয়াপাড়া ইসলামিয়া আঞ্জুমানে এতিমখানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর মেয়রের উপস্থিতিতে এতিমদের মাঝে বিতরণ করা হয়।