সিবিএন ডেস্ক:
ফুলের নাম ‘মৃত্যুকুসুম’। কোনো রহস্য উপন্যাস থেকে উঠে আসা কল্পনা নয়, সত্যিই এই ফুল রয়েছে এই পৃথিবীতেই। যার ডাক নাম ‘কর্পস ফ্লাওয়ার’। সম্প্রতি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন লাইব্রেরির বাগানে ফুটেছে এই ফুল। যা দেখতে ভিড় জমাচ্ছেন হাজার হাজার কৌতুহলী মানুষ।

মার্কিন গণমাধ্যম জানিয়েছে, এই ফুলের বৈজ্ঞানিক নাম ‘অ্যামরফোফ্যালাস টাইটানাম’। কিন্তু এক বিশেষ কারণে এই ফুলকে ‘স্টিংক’ বলে ডাকা হয়। কারণটি হলো, ফোটার পর এই ফুল থেকে যে গন্ধ ছড়ায়, তা পচা মাংস বা মৃতদেহের গন্ধ। হান্টিংটন লাইব্রেরির মুখপাত্র লিজা ব্ল্যাকবার্ন জানিয়েছেন, এই ফুল ফুটতে সময় নেয় ১৫ বছর। কিন্তু এর ফুটে ওঠার প্রকৃত সময় মাত্র ২৪ ঘণ্টা।

এক সময়ে এই ফুল ফুটত জাভা ও সুমাত্রার কিছু কিছু অঞ্চলে। পরে উদ্ভিদবিদ্যা চর্চাকারীরা তা বিভিন্ন দেশে নিয়ে যান। বলাই বাহুল্য, মার্কিন যুক্তরাষ্ট্রে এই ফুল নিয়ে গেছেন গবেষকরাই। এর আগে ২০১৪ সালের ২৩ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের সান ম্যারিনোয় সর্বশেষ কর্পস ফ্লাওয়ারটি ফুটেছিল। হান্টিংটন লাইব্রেরিতে ‘মৃত্যুকুসুম’ দেখতে আসা উৎসাহীদের মতে, এই ফুল দেখা সারা জীবন মনে রাখার মতো এক ঘটনা।