প্রেস বিজ্ঞপ্তি:

চকরিয়া প্রেসক্লাবের গঠনতন্ত্র প্রণয়ন কাজ সম্পন্ন হয়েছে। একইভাবে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় ২০২১ সাল পর্যন্ত ৩বছরের জন্য মালিক পক্ষের সাথে চুক্তি নবায়ন সম্পন্ন করা হয়েছে। চুক্তিনামা দাতাঃ ভবন মালিক মোহাম্মদ সাইফুদ্দীন ফারুখ এবং ক্লাবের পক্ষে গ্রহীতা আব্দুল মজিদ সভাপতি চকরিয়া প্রেসক্লাব দ্বি-পক্ষীয় স্বাক্ষর প্রদানের মধ্য দিয়ে গতকাল ১৪ আগষ্ট চুক্তি সম্পাদন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে চুক্তি হস্তান্তর ও গ্রহণকালে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের বর্তমান প্রধান নির্বাচন সমন্বয়কারী (প্রধান নির্বাচন কমিশনার) জাকের উল্লাহ চকোরী। এছাড়াও ক্লাবের সহসভাপতি জহিরুল আলম সাগর, সাবেক সহসাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী, ক্রীড়া সম্পাদক জামাল হোছাইন, দপ্তর সম্পাদক এসএম হান্নান শাহ, সিনিয়র সদস্য শাহ মোহাম্মদ জাহেদ, নির্বাহী সদস্য অলি উল্লাহ রণি ও সদস্য সাঈদী আকবর ফয়সালসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় প্রেস ক্লাবের উন্নয়নে ক্লাবের সভাপতি আবদুল মজিদ সকলের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেন। অপরদিকে প্রেস ক্লাবের সদস্যদের দীর্ঘদিনের দাবী গণতন্ত্র প্রণয়নকাজ সম্পন্ন হয়েছে। আজ ১৫ আগষ্ট থেকে সদস্যদের মাঝে গঠনতন্ত্র বিতরণ শুরু হবে। একইদিন প্রেস ক্লাবের বর্তমান প্রধান নির্বাচন সমন্বয়কারী (প্রধান নির্বাচন কমিশনার) জাকের উল্লাহ চকোরী এক বিবৃতিতে ক্লাবের সকল সদস্যদেরকে বিগত ২ বছরের মাসিক ফিস জমা দিয়ে হালনাগাদ ভোটার তালিকায় নাম অর্ন্তভূক্ত করার আহবান জানিয়েছেন। তিনি অতি শীঘ্রই প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসীল ঘোষণা করা হবে বলে জানান।