রফিক মাহমুদ,সিবিএন:

উখিয়ার বিশিষ্ট চিকিৎসক ও প্রবীণ জনপ্রিয় ডা. মণিন্দ্র লাল মল্লিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন।

তিনি (আজ বুধবার) ১৫ অাগস্ট দুপুর ১২ টা ৪০ মিনিটের সময় পরলোকগমন করেন। উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক  ডা. মণিন্দ্র লাল মল্লিকের পুত্রবধু স্বপ্না রাণী মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে রাখা হয়েছিল। তার মৃত্যুতে উখিয়াবাসী হারাল একজন সমাজসেবক ও চিকিৎসক।