জে.জাহেদ, চট্টগ্রাম:
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের পাশ থেকে ১১ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী মোঃ আলতাফ হোসেন ওরফে কানা আলতাফ (৪২) এর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩আগষ্ট) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের কাটাখালী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আলতাফ রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর গ্রামের আব্দুল মোতালেব (সাবেক মেম্বার) এ পুত্র।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ মোহাম্মদ এহসানুল কাদের বলেন, আজ সকালে নিহতের ভাইয়েরা গুলিবিদ্ধ লাশটি নিজরাই উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়।
আমরা খবর পেয়ে বাড়ী থেকে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরন করি। নিহতের শরীরে তিনটি গুলির চিহৃ রয়েছে।
জানা যায়, নিহত আলতাফ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ও অস্ত্র ব্যবসায়ী ও চিহ্নিত সন্ত্রাসী ছিল। তার বিরুদ্ধে থানায় ১১টি মামলা রয়েছে বলে জানান তিনি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।