ওরা মিথ্যেবাদী

প্রকাশ: ১০ আগস্ট, ২০১৮ ০৬:৩৩ , আপডেট: ১০ আগস্ট, ২০১৮ ০৬:৩৪

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে



নুরুল হক বুলবুল


মা, শুনছো ?

আমি তোমার ছেলে বলছি –

চিনতে পেরেছো আমায় ?

অবাক হয়েছো নাকি ?

সত্যি বলছি মা ! আমি মরি নি

বিশ্বাস করো আমি মরতে চাইও নি

আমাকে মেরে ফেলা হয়েছে ।।

ওরা বলছে আমি নাকি

রাস্তার উপর দিয়ে হাঁটছিলাম

মা, এটা একদম সত্যি নয়

তারা মিথ্যে বলছে বাঁচার জন্যে

আচ্ছা মা, তুমিই বলো

আমি কি কখনো এতোটা উশৃঙ্খল ছিলাম ??

তারা ইচ্ছেকৃত ভাবে চাপিয়ে দিয়েছে

বিনা কারণে আমায় ভুল বুঝে

মাগো, কতো যন্ত্রণা, কতো কষ্ট !

আমি তোমাকে ডেকে কাঁতরাচ্ছিলাম

কষ্ট যে আর সহ্য হয় না

পিশাচেরা বড়ই কষ্ট দিয়েছে আমায় ।

মা, আমি তখনো মরিনি

আমি পানি চেয়েছিলাম শেষ বারের মতো

কেউ দেয় নি; নির্দয়-পাষাণ ছিলো বলে ।

তোমার কোলে ফিরতে হাজার বার চেয়েছি

কিন্তু পারি নি, পিশাচদের কারণে ফেরা হলো না ।।

একটু পরে গাড়িটা পেছনে নিয়ে

পিশাচেরা আবারো চালালো

এইবার ঠিক আমার দেহের উপর ।

মাগো, আমি আর পারলাম না

আমি আর নেই ।

ওই অন্ধকার রাতে ঝাঁপসা নয়নে

একবার আকাশ পানে তাকিয়ে

মূহুর্তেই আমাকে বিদায় নিতে হলো ।


দক্ষিণ মিঠাছড়ি, রামু, কক্সবাজার।